ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা, উন্নত জীবনযাপন, সেকেন্ড হোম সুবিধা, ব্যস্ত ক্যারিয়ার শেষে বাকি জীবনটা নির্ভেজাল কাটানোর ইচ্ছায় শুটিং ফ্লোরের ব্যস্ততা রেখে ভিনদেশ বেছে নিচ্ছেন দেশের শোবিজ তারকারা। সেখানে কেউ পেতেছেন সংসার আবার কেউ বা করছেন চাকরি। তবে কখনোই বিদেশের মাটিতে স্থায়ী হওয়ার পরিকল্পনা নেই বলে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে আলাপকালে জানিয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা আইরিন সুলতানা।
তিনি বলেন, ‘দেশের বাইরে গেলে সর্বোচ্চ এক মাসের বেশি মন টিকে না। এক মাস পেরিয়ে গেলে জোর করেও কেউ আর আমাকে রাখতে পারবে না। আমার কখনো বিদেশে স্থায়ী হওয়ার পরিকল্পনা নেই। যতদিন বাঁচব দেশের মাটিতে থাকব। আমার অনেক বেশি চাওয়া-পাওয়া নেই। ভালো থাকার জন্য যতটুকু দরকার ততটুকু হলেই হবে। এ দেশের মাটিতেই শেষ নিশ্বাস ত্যাগ করতে চাই।’
যোগ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেখেছিÑ আমার অনেক সিনিয়র-জুনিয়র সহকর্মী বিদেশে স্থায়ী হয়েছেন এবং অনেকেই চেষ্টা করছেন। পট পরিবর্তনের পর বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা আরও বেড়েছে। এটা তাদের একান্ত সিদ্ধান্ত। তবে আমি কখনো বিদেশে স্থায়ী হতে চাই না। এটা ভাবতেই পারি না। ভাবলেও দম বন্ধ হয়ে আসে।’
সম্প্রতি আইরিন কাজ শেষ করেছেন ‘মহল্লা’ নামের একটি ধারাবাহিক নাটকের। এতে বিশেষ চরিত্রে অর্থাৎ নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকটিতে তাকে দেখা যাবে একটি আইটেম গানেও। ‘তানপুরা’ শিরোনামের গানটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন।
এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘পুরান ঢাকার গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এতে আমার চরিত্রের নাম মধু, যিনি নামকরা চিত্রনায়িকা। পুরান ঢাকার ঘুড়ি উৎসবে গিয়ে মধু মহল্লার বখাটেদের পাল্লায় পরেন। এরপর ঘটতে থাকে নাটকীয় ঘটনা। এতে নতুন একটি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি, দীর্ঘ এই ধারাবাহিকটি প্রচারে এলে দর্শকদের পছন্দ হবে।’
বিদ্যুৎ রায়ের রচনায় দীর্ঘ ধারাবাহিকটি পরিচালনা করেছেন দর্শকপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান। আগামী পহেলা নভেম্বর থেকে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভিতে ধারাবাহিক নাটকটি প্রচার শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।
বর্তমান সময়ে দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে উল্লেখ করে আইরিন বলেন, ‘আগের থেকে এখন অনেক ভালো কনটেন্ট নির্মিত হচ্ছে। কনটেন্টের পরিমাণও বেড়েছে। এখন পুরো বিশ্ব হাতের মুঠোয়। এক ফোনে সব দেখা যায়। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। দর্শকদের রুচিকে গুরুত্ব দিতে হবে। যেহেতু এখন দেখার মাধ্যম সহজ হয়েছে, তাই বুঝেশুনে কনটেন্ট নির্মাণ করতে হবে। দর্শক এখন আরও বেশি সতর্ক। আর শিল্পীদের গ-িতে আটকে রাখা যাবে না। শিল্পীরা সব মাধ্যমে অভিনয় করবে। তবে নির্মাতাদের উদ্দেশ্য বলতে চাই, আরও সচেতনতার সঙ্গে কনটেন্ট নির্মাণ করতে হবে। তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারব।’
মাঝে অভিনয় থেকে খানিকটা দূরে ছিলেন আইরিন। সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছিলেন এই অভিনেত্রী। কাজ থেকে সাময়িক দূরে থাকলেও বিরতি মানতে নারাজ আইরিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখনো বিরতি নেইনি। সবসময় সরব ছিলাম। যারা আমাকে খুঁজেছে তারা ঠিকই পেয়েছে। কখনো আমি হারিয়ে যাইনি। ভালো গল্প ও চরিত্র পেলে নাটক, সিনেমা কিংবা ওটিটি সব জায়গায় কাজ করতে চাই। নিজেকে নির্দিষ্ট একটি গ-িতে আটকে রাখতে চাই না।’
নিজেকে ঠিক রাখতে ফ্রি হ্যান্ড এক্সসারসাইজ করেন আইরিন। জিম থেকে থাকেন দূরে। নিয়মিত ডায়েট মেনটেইন করেন তিনি। পাশাপাশি নিজের লুকের যতœ নেন বলে জানান।
আইরিন বলেন, ‘ভালো গল্প ও চরিত্রের জন্য নিজের সবটা দিয়ে চেষ্টা করতে চাই। কিন্তু ভালো গল্প পাচ্ছি না। যে চরিত্র আমার কাছে পুরোনো মনে হয়, নতুনত্ব থাকে না, গৎবাঁধা কাজ, প্রোডাকশন ডিজাইন যখন পছন্দ হয় না, তখন সব শুনে মনটাই খারাপ হয়ে যায়। একটু ভালো গল্পের অপেক্ষায় আছি।’
সর্বশেষ আইরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দুনিয়া’। দুই বছর পর গত বছরের ডিসেম্বরে এই সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে আসেন তিনি। সিনেমাটি পরিচালনা করেন সাইফ চন্দন। এই সিনেমায় তাকে দ্বৈত চরিত্রে দেখা যায়। আইরিন অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।