ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৯:৪৪ পিএম
ইবরাহিম জাদরান। ছবি- আইসিসি

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ইবরাহিম জাদরান ও মোহাম্মদ নবির ফিফটিতে ভর করে বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় খেলাটি শুরু হয়। চলতি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে আফগানরা।

এ দিন আফগানদের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করেন ইবরাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় আফগানরা। দলীয় ৯৯ রানের মাথায় উদ্ভোধনী জুটি ভাঙে তাদের।

দলীয় ৯৯ রানের মাথায় তানভিরের বলে এলবিডব্লিউ আউট হয়ে ৪৪ বলে ব্যক্তিগত ৪২ রানে সাজঘরের পথ ধরেন রহমানউল্লাহ গুরবাজ। গুরবাজ ফিরলেও একপাশ আগলে রেখে দলকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার ইবরাহিম জাদরান।

দলীয় ১৭৩, ১৭৭ রানে উইকেট হারিয়ে বসে আফগানরা। জোড়া উইকেট পড়লেও একপাশ আগলে রাখেন জাদরান। সেঞ্চুরিতে থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে গত ম্যাচের মতোই ৯৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন এই আফগান ওপেনার।

১৭৩ রানে ১ উইকেট থেকে স্কোরবোর্ডে যখন ২২১ রান তখন সাজঘরে আফগানদের ৭ ব্যাটার। ২২১ রানে ৭ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আফানিস্তান। তবে ২২১ রানে ৭ উইকেট হারালেও দলের ভরসা হয়ে ক্রিজে ছিলেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ নবি। একপাশ আগলে রেখে রানের চাকা সচল রাখেন এই ব্যাটার।

দলীয় ২৪৯ রানে হাসান মাহমুদের ওভারে টানা বোল্ডে আবারও খেলায় ফেরে বাংলাদেশ। সে সময়ে মনে হয়েছিল ২৬০ রানও করতে পারবে না তারা। তবে সবকিছুকে ভুল প্রমাণ করে ব্যাট হাতে ৪৯ ও ৫০ ওভারে ঝড়  তোলেন মোহাম্মদ নবি।

তার তাণ্ডবে শেষ দুই ওভারে আফগানদের স্কোরবোর্ডে যোগ হয় ৪৪ রান। শেষ পর্যন্ত তার অপরাজিত ৩৭ বলে ৬২ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে আফগানিস্তান।

ব্যাট হাতে আফগানদের হয়ে ৪৪ বলে ৪২ রান করেন রহমানউল্লাহ গুরবাজ, ৪৭ বলে ২৯ রান করে আতাল, ১১১ বলে ৯৫ রান করে ইবরাহিম জাদরান এবং ৩৭ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন নবি।

বল হাতে বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন সাইফ হাসান এবং ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তানভির ইসলাম।

এই ম্যাচে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩০০ বলে ২৯৪ রান।