ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০১:৫৭ এএম

যশোরের শার্শা উপজেলায় আব্দুল্লাহ (২৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত ভবনের স্টিলের বাক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।

নিহতের বাবা ইউনুস আলি মোড়ল জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে ছেলের সঙ্গে তার শেষ দেখা হয়। প্রতিদিন রাতেই আব্দুল্লাহ ভ্যান নিয়ে বাড়ি ফিরতেন, কিন্তু সেদিন আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরদিন শনিবার শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তিন দিন পর মঙ্গলবার সকালে ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুল্লাহর ভাই নাজমুল হোসেন বলেন, ‘আমার ভাইয়ের খুনিদের বিচার চাই। আমাদের সংসার অভাবের, এখন তার স্ত্রী ও দুই সন্তানের ভরনপোষণ কে দেবে?’

এ ব্যাপারে শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে গলা কেটে হত্যা করে বাক্সে লুকিয়ে রাখা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।