ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

২০০ রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০১:৩৩ এএম
আফগানিস্তানের ব্যাটিং।

আবুধাবিতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২০০ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। নিজেদের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে তিন ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ পেল মেহেদী হাসান মিরাজের দল।

প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৯ উইকেটে ২৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে ওপেনার ইব্রাহিম জাদরান খেলেন ৯৫ রানের চমৎকার ইনিংস। রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন ৪২ রান, আর ইনিংসের শেষ দিকে মোহাম্মদ নবির ৩৭ বলে ঝোড়ো ৬২ রানে বড় পুঁজি পায় আফগানরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সাইফ হাসান।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার নাঈম শেখ ২৪ বলে ৭ রান করে ফেরেন সাজঘরে। পরে নাজমুল হোসেন শান্ত (৩) দ্রুত বিদায় নিলে চাপ বাড়ে। দলের পক্ষে একমাত্র লড়াইটা করেন সাইফ হাসান, ৪৩ রান করে আউট হন তিনি। বাকি সবাই ব্যর্থ—তাওহীদ হৃদয় ৭, মেহেদী হাসান মিরাজ ৬, শামীম পাটোয়ারী ০, নুরুল হাসান সোহান ২ রান করেন।

শেষ দিকে রিশাদ হোসেন ৪ এবং হাসান মাহমুদ ৯ রান করে আউট হলে ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। মাত্র ২৭ ওভার ১ বল টিকেছিল মিরাজদের দল।

আফগানদের হয়ে দুর্দান্ত বোলিং করেন বেলাল সামি ও রশিদ খান। বেলাল একাই নেন ৫ উইকেট, আর রশিদ দখল করেন ৩ উইকেট। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় আফগানিস্তান।