ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

তিন মাসে ২.১২৬ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০১:২২ এএম

চলতি বছরের ১৩ জুলাই থেকে নিলামে ডলার কিনতে শুরু করে বাংলাদেশ ব্যাংক, এরপর থেকে ১৫টি নিলামের মাধ্যমে ডলার কিনেছে বৈদেশিক মুদ্রার বাজারে এর অতিরিক্ত সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে। বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ৩৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে কিনেছে মাল্টিপল প্রাইস অ্যাকশন পদ্ধতিতে। এ নিয়ে তিন মাসে নিলামে কেনা হলো ২.১২৬ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহত ডলার ক্রয়ে দেশে আসা বৈদেশিক মুদ্রা প্রবাহ জোরালো থাকারই ইঙ্গিত দিচ্ছে, যা অর্জন সম্ভব হয়েছে রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির সুবাদে। চলতি বছরের ১৩ জুলাই থেকে নিলামে ডলার কিনতে শুরু করে বাংলাদেশ ব্যাংক, এরপর থেকে ১৫টি নিলামের মাধ্যমে ডলার কিনেছে বৈদেশিক মুদ্রার বাজারে এর অতিরিক্ত সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে। চলতি মাসের শুরুতে ৯ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক ১০৭ মিলিয়ন ডলার কিনেছিল। তারও আগে ৬ অক্টোবর কেনে ১০৪ মিলিয়ন ডলার।

ব্যাংকার ও অর্থনীতিবিদরা মনে করছেন, ডলারের দরে এক রকম স্থিতিশীলতা জরুরি। এ জন্য বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কিনছে। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার না কিনলে বৈদেশিক মুদ্রাটির দর পড়ে যেত। আর ডলারের দর বেড়ে যাওয়া যেমন অর্থনীতির জন্য ভালো নয়, তেমনি কমে যাওয়াও ভালো নয়। বর্তমানে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনায় রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা সুবিধা পাচ্ছেন। আর বাংলাদেশ ব্যাংকও এ দুই সূচকের প্রবাহ ইতিবাচক রাখার জন্যই নিলামের মাধ্যমে ডলার কিনছে। অন্যদিকে এ প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভও বাড়াচ্ছে।