ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সিটিজেনস ব্যাংক পিএলসি ও জেডএনআরএফ ইউনিভার্সিটির মধ্যে চুক্তি সই

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০১:১৮ এএম

সিটিজেনস ব্যাংক পিএলসি ও জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (তটগঝ)-এর মধ্যে ইয়ুথ অ্যাক্সিলারেশন প্রোগ্রাম (ণঅচ) আয়োজনে পৃষ্ঠপোষকতার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মিসেস নার্গিস রফিকা রহমানের উপস্থিতিতে সিটিজেনস ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ এবং জেডএনআরএফ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।