ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রাতে মাজারগেটেই অবস্থান নেবেন আন্দোলনরত শিক্ষকরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৮:০৪ পিএম
আন্দোলনরত শিক্ষকরা। ছবি- সংগৃহীত

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি ও শিক্ষা জাতীয়করণসহ কয়েকটি দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর হাইকোর্ট মাজারগেটে অবস্থান করছেন। পুলিশ তাদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি আটকে দিলে শিক্ষকরা রাতভর অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের জানান, শিক্ষকরা আগামীকাল (বুধবার) দুপুর ১২টা পর্যন্ত মাজারগেট এলাকায় অবস্থান করবেন।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানেই অবস্থান করব। প্রয়োজনে আগামীকাল দুপুর পর্যন্ত এই সড়ক অবরোধ থাকবে। এরপর শাহবাগ মোড়ে গিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করব। পাশাপাশি সারা দেশের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।’

অধ্যক্ষ আজিজী অভিযোগ করেন, সারা দিন ধরে গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি স্থগিতের অনুরোধ জানানো হলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, ‘যে শিক্ষা উপদেষ্টার সময়ে শিক্ষকরা রাস্তায় রক্তাক্ত হন, দাড়ি টানা হয়, জামা ছেঁড়া হয়—সেই ব্যর্থ শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা কোনো আলোচনায় যাব না।’

তিনি আরও বলেন, ‘যদি অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দেন, তাহলে আমরা সচিবালয় অভিমুখে মার্চ স্থগিত করে শহীদ মিনারে অবস্থান করব।’

এদিকে বিকেল সোয়া ৪টার দিকে হাইকোর্ট মাজারগেটে পুলিশ ও আন্দোলনরত শিক্ষকরা মুখোমুখি অবস্থানে ছিলেন।

এর আগে সকাল থেকে কয়েক হাজার শিক্ষক জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচিতে অংশ নেন। প্রথমে দুপুর ১২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও পরে তা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হয়।