ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

সিলেটে যুবককে অপহরণের পর কুপিয়ে হত্যা

সিলেট ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ১২:২৯ এএম

সিলেটের কানাইঘাটের দনা সীমান্তের রাতাছড়া এলাকায় এক যুবককে অপহরণ করে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (২০) রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে। লেনদেনজনিত পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকা- ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, রাস্তা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে সাইফুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে।

স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, রাতাছড়া গ্রামের শাকিল আহমদ ও সুমন আহমদ সন্ধ্যার সময় দনা বাজারের পথে সাইফুলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাকে বাড়িতে নিয়ে বেঁধে রেখে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

পুলিশ জানায়, সাইফুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।