বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সফল পরিণতি হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’। এ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার সালাম বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ে যে গণঅভ্যুত্থান ঘটেছে, সেটি কোনো এক দিনের ফসল নয়; বরং এটি গুম, হত্যা, বাকস্বাধীনতা হরণ ও দমন-পীড়নের বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধের ফল। তারেক রহমান নির্বাসনে থেকেও এক ক্যারিশম্যাটিক নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান এখন আর কেবল একজন রাজনীতিক নন, তিনি একটি প্রতিষ্ঠান। তার ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা একটি মানবিক, বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়ার সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে।’
গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করে ব্যারিস্টার সালাম বলেন, ‘গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা, স্বীকৃতি এবং পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।’
সভায় সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।