মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ময়দাসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন উড়িরচর চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন উড়িরচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় আভিযানিক দল একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।’
তিনি আরও বলেন, ‘বোটটি তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ২২৫ বস্তা সিমেন্ট ও ৯০ বস্তা ময়দাসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়।’
জব্দ করা বোট, আলামত ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, ‘চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’
-20251208202038.webp)


