যশোরের মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ডিবি পুলিশ শহরের পালবাড়ী গাজীরঘাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। সন্ধ্যার পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মহুয়া গাজীরঘাট এলাকার মৃত সোহরাব খানের মেয়ে। পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করায় তিনি ব্যাপক আলোচনায় আসেন।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, ‘২০২৪ সালের ৪ আগস্ট যশোরের লালদিঘী পাড়াস্থ বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় মহুয়াকে আটক করা হয়েছে। ওই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।’
প্রসঙ্গত, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করার মাধ্যমে নাসিমা সুলতানা মহুয়া ব্যাপক আলোচিত হন। আওয়ামী লীগ শাসনামলে তিনি যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।



