প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৮ ডিসেম্বর) রাতেও শিক্ষা ভবনের সামনে তাদের আন্দোলন করতে দেখা গেছে।
রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‘আমরা আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসেছিলাম। শিক্ষার্থীরা আশ্বস্ত হয়েছেন যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হিসেবে গঠিত হবে, কিন্তু অধ্যাদেশ জারিতে এখনো দেরি হচ্ছে। তাই তাদের আন্দোলন চলবে।’
তারা আরও জানান, আগামীকাল থেকে কঠোর কর্মসূচি নেওয়া হবে এবং অধ্যাদেশ জারি হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।
এর আগে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খসড়া অধ্যাদেশ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনসহ বিভিন্ন মহল থেকে পাওয়া পাঁচ হাজারের বেশি মতামত আইনগত ও বাস্তবতার আলোকে পর্যালোচনা করা হচ্ছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা অব্যাহত আছে।
এতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন ইউনিটে ভর্তি প্রক্রিয়ায় ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৯ হাজার ৩৮৮ জন ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করেছেন। আগামী ১ জানুয়ারি থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে বলে শিক্ষক প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেছেন। শিক্ষার্থীদের সচেতন করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়িয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও সামগ্রিক শিক্ষা কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।


