দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি (কূটনৈতিক প্রতিবেদক) মিজানুর রহমানের মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিন ছেলে ও তিন মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) মৌলভীবাজারের রাজনগর থানার দক্ষিণ মহলাল গ্রামে জানাজার নামাজ শেষে মরহুমার দাফন সম্পন্ন হবে।
আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মানবজমিন পরিবার। এক বার্তায় প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী মরহুমার মাগফেরাত কামনা ও শোক স্বন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য মিজানুর রহমানের মায়ের মৃত্যুতে মিজানুর রহমানের মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকাস্থ সিলেট বিভাগ সাংবাদিক সমিতি। সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক রহিম শেখ এক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
-20251208202038.webp)

