ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

এনইআইআর নিয়ে সংকট

আজ বিটিআরসি, কাল মন্ত্রণালয়ে বৈঠক ব্যবসায়ীদের সঙ্গে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ১১:২১ পিএম

আন্দোলনের জেরে শেষ পর্যন্ত মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে সরকার। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর একদিন পর আগামীকাল বুধবার এমবিসিবিসহ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (এমআইওবি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে সভা হওয়ার কথা রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে (পিটিডি)। সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে।

বিটিআরসির পক্ষ থেকে বৈঠকে বসার আহ্বান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার এমবিসিবির সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াস রূপালী বাংলাদেশকে বলেন, ‘আজ (গতকাল) বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক (ব্রিগেডিয়ার জেনারেল আমিনুলহ হক) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় বিটিআরসি কার্যালয়ে আমাদের (এমবিসিবি) সঙ্গে বৈঠক করবেন তারা। মোবাইল হ্যান্ডসেট আমদানিবিষয়ক যে জটিলতা এবং আমাদের যে দাবি-দাওয়া, সেগুলো কীভাবে সহজ করা যায়; সে বিষয়ে আলোচনা হবে। এরপরের দিন (বুধবার) সচিবালয়ে মন্ত্রণালয়ে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ) আরেকটি সভা হবে। সেখানে আমরা ছাড়াও এমআইওবি থাকবে। পাশাপাশি এনবিআরের চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা এবং ফয়েজ আহমদ তৈয়্যবও থাকবেন বলে আমাদের জানানো হয়েছে। সেই সভায় আমাদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধির নাম পাঠাতে বলেছেন তারা। তবে আমরা আরও কয়েকজন বেশিসংখ্যক সদস্যকে নিয়ে যেতে চাই বলে জানিয়েছি।’

তবে এ বিষয়ে বিটিআরসির বক্তব্য জানতে কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীর সঙ্গে কয়েক দফা চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে রোববার বিটিআরসি কার্যালয়সহ পুরো আগারগাঁও এলাকা অবরুদ্ধ করে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন মোবাইল ফোন বিক্রেতা ও ব্যবসায়ীরা। কোনো সিন্ডিকেটের কাছে জিম্মি না হয়ে উন্মুক্ত বাজার অর্থনীতির আদলে স্বাধীনভাবে সরকারকে কর পরিশোধ করে হ্যান্ডসেট আমদানি ও বাজারজাতকরণের সুযোগ চান ব্যবসায়ীরা। নানা কর্মসূচির মাধ্যমে দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়ে গতকাল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয় ঘেরাও করেন সাধারণ ব্যবসায়ীরা।

এদিন দুই দফা ব্যবসায়ীদের সঙ্গে তাৎক্ষণিক ও অনানুষ্ঠানিক বৈঠক করেন বিটিআরসির কর্মকর্তারা। প্রস্তাবিত এনইআইআর ব্যবস্থায় সংস্কার করার আশ^াসে সেদিন ঘেরাও কর্মসূচি শেষ করেন ব্যবসায়ীরা। তবে দেশজুড়ে দোকান বন্ধ রেখে মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।