ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সেন্টার ফ্রুটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ১১:২৬ পিএম
কোতয়ালী মডেল থানা, যশোর। ছবি- রূপালী বাংলাদেশ

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দায়তলায় এক দোকানির বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় ওই শিশুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির মা জানান, গত ৩ ডিসেম্বর দুপুরে তার মেয়ে দায়তলা গ্রামের মুদি দোকানদান সোহাগের কাছে সেন্টার ফ্রুট (চুইংগাম) কিনতে যায়। এ সময় সোহাগ সেন্টার ফ্রুটের প্রলোভনে দোকানের পাশে গোডাউনে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। তার মেয়ে বাড়িতে ফিরে ঘটনাটি তাকে জানালে সম্মানের ভয়ে চুপ ছিলেন। 

সোমবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের গাইনি ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তানিয়া আক্তার জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, শিশু ধর্ষণের ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।