রাজধানী ভাটারা থানার আট তলা ভবনের ষষ্ঠ তলার কক্ষের বিছানা থেকে আপন (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ফুফাতো ভাই সাজিদ জানান, ‘আজ দুপুরের দিকে আপন তার কক্ষের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিল। বেশ কিছু সময় পার হলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে আমরা বিষয়টি থানা পুলিশকে জানাই।পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে দেখে ভিতরে গিয়ে দেখে আপন বিছানার ওপর অচেতন অবস্থায় পড়ে আছে। পুলিশের সহযোগিতায় আমরা তাকে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। কেন হঠাৎ করে এভাবে মারা গেল এই বিষয়ে আমরা কিছু বলতে পারব না।’
তিনি আরও জানান, আপনদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কমলেসর্দি গ্রামের মাহবুব মিয়ার সন্তান বর্তমানে, ভাটারা থানার বিসমিল্লা রোডের ১১৪ নং বাসার আট তলা ভবনে ছয় তলায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


