ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

বরগুনায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে নেমেছে পুলিশ

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ১২:২৫ এএম
জেলা পুলিশের অভিযান। ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনার স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভার পর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে অভিযানে নেমেছে বরগুনা জেলা পুলিশ।

জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদার নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং, বেপরোয়া ও অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানটির নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। জেলা গোয়েন্দা শাখা ও সদর থানার কর্মকর্তা দল এসব অভিযান কার্যকর করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনা ও কিশোর অপরাধ প্রতিরোধ করা যায়।

পুলিশ জেলার বাসীর সহযোগিতা কামনা করেছে এবং অপরাধ নির্মূলে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক থাকার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বরগুনায় নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-এর সঙ্গে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বরগুনায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে শহরে কিশোর গ্যাং, ইভটিজিং ও বাইকারদের বেপরোয়া ড্রাইভিং প্রতিরোধে বিশেষ নজরদারি ও সমন্বিত অভিযান পরিচালনার অনুরোধ জানানো হয়।

এছাড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং মামলাবাজ চক্রের কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন সাংবাদিকরা। তারা বলেন, এসব চক্র সাধারণ মানুষকে জিম্মি করে রাখে এবং সামাজিক স্থিতিশীলতা ব্যাহত করে।

সভায় সাংবাদিকরা নিজেদের পেশাগত কাজ, দায়িত্ব, নীতিমালা ও মাঠপর্যায়ে অবস্থান সম্পর্কে পুলিশ প্রশাসনকে পরিষ্কার ধারণা দেন এবং সহযোগিতার পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মতবিনিময়ের শেষ পর্যায়ে পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা বলেন, বরগুনাকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসন সর্বশক্তি দিয়ে কাজ করবে। তারই ধারাবাহিকতায় সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান শুরু করা হয়।