ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০১:১০ এএম
রনি মিয়া। ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মো. রনি মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট এলাকার শাহপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ডিউটি অফিসার এএসআই মো. সায়েম হোসেন।

নিহত রনি মিয়া টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জটাবাড়ী এলাকার জহুর আলীর ছেলে। তিনি মধুপুরের তৌফিক প্লাজায় দোকানি হিসেবে ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি মিয়া মধুপুর থেকে ঘাটাইলের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় ক্যান্টনমেন্ট এলাকার শাহপুর নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে এএসআই মো. সায়েম হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করায় তাৎক্ষণিকভাবে চালক ও ট্রাকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।