মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের সন্তান বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য মোঃ মাসুম বিল্লাহ (৩২) এক হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নিহত মাসুম বিল্লাহ গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের মৃত এসকান্দর মিয়ার ছেলে।
বাবাহীন পরিবারে তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার প্রিয়। একজন অসুস্থ আত্মীয়কে প্লাজমা দিতে রাজধানী ঢাকার তাঁর কর্মস্থল থেকে দ্রুত রওনা হন তিনি। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনই হারাতে হলো এই মানবিক তরুণকে।
জানা যায়, রাতে দ্রুত হাসপাতালে পৌঁছাতে মোটরসাইকেলযোগে ছুটে চলার সময় তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। তার মৃত্যুর সংবাদে পরিবার, স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
স্বজনদের জানানো মতে, সোমবার বাদ এশা তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে মাসুম বিল্লাহ স্ত্রী, এক শিশু পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অন্যকে বাঁচানোর পথে এক আত্মত্যাগী তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, সহকর্মী ও পরিচিত মহলে শোকের স্রোত বইছে।


