ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

অধ্যাদেশ জারির এক দফা দাবি

শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থানের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০১:৩০ এএম
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাইকোর্ট মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি মো. নাইম হাওলাদার এ ঘোষণা দেন।

এরপর রাত থেকেই শিক্ষা ভবনের সামনের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করেন। সড়কে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে পোহাতে খণ্ড খণ্ড দলে স্লোগান তুলতে থাকেন তারা।

দিনভর সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। দুপুরের দিকে তারা সড়কে অবস্থান নেন। বিকেল সাড়ে ৩টার দিকে হাইকোর্ট মোড়ও অবরোধ করেন তারা। সন্ধ্যায় সংবাদ সম্মেলনের পর হাইকোর্ট মোড় থেকে অবরোধ তুলে নিলেও শিক্ষা ভবনের সামনের সড়ক অবরোধ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে নাইম হাওলাদার বলেন, ‘১৫ মাস ধরে আন্দোলন করে আমরা ক্লান্ত। কিন্তু অধ্যাদেশ ছাড়া আমরা রাজপথ ছাড়ছি না। আজ সকাল থেকে সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রা করে এখানে এসেছেন। আগামীকাল সকাল থেকে আরও শিক্ষার্থী আমাদের সঙ্গে যোগ দেবেন।’

তিনি আরও বলেন, ‘অনেক শিক্ষার্থীরই এখন পরীক্ষা চলছে। পরীক্ষার মাঝেও তারা আন্দোলনে অংশ নিতে এসেছে। আমরা এমনভাবে কর্মসূচি সাজিয়েছি, যাতে পরীক্ষা চললেও কেউ আন্দোলন থেকে দূরে না থাকে।’

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলেও এখনো তাদের একাডেমিক অগ্রগতি হয়নি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি শেষ হলেও শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে ফিরতে পারেননি।

নাইম বলেন, ‘রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আমাদের কোনো পরিচয়ই স্পষ্ট নয়। প্রশাসনকে অনুরোধ করছি, শিক্ষার্থীদের আকুতি শুনুন, আমাদের ক্লাসরুমে ফেরার সুযোগ দিন।’

শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে।