রাজবাড়ীতে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও অবৈধ মদসহ দুই চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১২ জুলাই) সেনাবাহিনীর পক্ষে থেকে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. বাবলু ও মো. হাকিম।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার সুবর্ণখোলা ও কসবামাজাইল এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী মো. বাবলুকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড অ্যামিউনিশন এবং একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অপরদিকে, শনিবার বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় আরেকটি অভিযানে মো. হাকিম নামে এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড অ্যামিউনিশন, একটি খালি কার্তুজ, একটি বোতলে অবৈধ বিদেশি মদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জানা গেছে, হাকিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সেনাবাহিনী জানায়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে তারা সর্বদা প্রস্তুত এবং জনগণের সহায়তা কামনা করছে। কোনো অপরাধ বা সন্দেহজনক তৎপরতার তথ্য সংশ্লিষ্ট সেনা ক্যাম্প কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।