মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর মহানগর শাখা।
শনিবার (১২ জুলাই) বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে দলটির শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভকালে ‘২৪-এর হাতিয়ার রুখে দাও চাঁদাবাজি, ভেঙে দাও তাদের কালো হাত’—এমন স্লোগান দেন নেতাকর্মীরা। এছাড়া আরও স্লোগানে মুখরিত ছিল ওই এলাকা।
নেতারা অভিযোগ করেন, মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে হত্যা করেছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসের পৃষ্ঠপোষকতায় সাধারণ মানুষের জীবন আজ হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতির অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
নেতারা এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।