ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

অবৈধ গ্যাস ব্যবহারকারীদের তালিকা চেয়েছে পেট্রোবাংলা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১০:১৯ পিএম
পেট্রোবাংলা। ছবি- সংগৃহীত

অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ, ব্যবহার ও প্রদানের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে পেট্রোবাংলা।

বুধবার (২২ অক্টোবর) এক বার্তায় এই আহ্বান জানিয়েছে সরকারি সংস্থাটি।

পেট্রোবাংলার বার্তায় বলা হয়, ‘আপনার এলাকায় কোনো প্রতিষ্ঠান/ব্যক্তি অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার করে থাকলে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে পেট্রোবাংলাকে অবহিত করুন।’

এ ছাড়াও, অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদানের সাথে পেট্রোবাংলার অধীন গ্যাস বিতরণ কোম্পানির কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে প্রমাণসহ তাদের তথ্য পেট্রোবাংলাকে দেওয়ার জন্যও অনুরোধ করেছে সংস্থাটি।

বার্তায় আরও বলা হয়, ‘অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ, ব্যবহার ও প্রদান করা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো কারখানা বা বাড়িতে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া গেলে গ্যাস ব্যবহারকারীসহ কারখানা ও জমির মালিকের বিরুদ্ধে গ্যাস আইন, ২০১০ ও অন্যান্য প্রচলিত আইন অনুযায়ী জরিমানা আদায় ও জেল দেওয়া হচ্ছে।’