ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

গুলশান-বাড্ডার ফুটপাতে ডিএনসিসির অভিযান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৯:৪৭ পিএম
রাজধানীর গুলশান ২ এবং মেরুল বাড্ডা এলাকার ফুটপাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমান আদালতের অভিযান। ছবি- সংগৃহীত

রাজধানীর গুলশান ২ এবং মেরুল বাড্ডা এলাকার ফুটপাতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ অক্টোবর) পৃথক অভিযানে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করেছে বলে ডিএনসিসি জানায়।

সিটি করপোরেশন জানায়, প্রথমে গুলশান-২ এর ৫০ ও ৮৪ নম্বর রাস্তা ও ফুটপাত হতে অবৈধ দখলকৃত অস্থায়ী ২০/২৫টি টং দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।

এ ছাড়া অনুমতি ছাড়া কয়েকটি বিল্ডিংয়ের ক্যানফি উচ্ছেদ করে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করা হয়েছে।

অন্যদিকে মেরুল বাড্ডা বাঁশ ক্রয়-বিক্রয়ের স্থান এলাকায় রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দখলকৃত অস্থায়ী ২০ থেকে ২৫টি টং দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় প্রায় ১ কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করা হয়েছে।