ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ধানমন্ডি লেকে ভাসছিল যুবকের মরদেহ

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০২:৩৩ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির পানসি রেস্টুরেন্টের পেছনে লেকের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর রাতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, যুবকটি লেকের পানিতে গোসলে নেমেছিলেন। এরপর পানিতে ডুবে তিনি মারা যান।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তার পরনে ছিল কালো টি-শার্ট, কালো জিন্স প্যান্ট।