ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৪:৪৯ পিএম
ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণ। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে হেলমেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মোটরসাইকেল চালকদের মাঝে এ হেলমেট বিতরণ করা হয়। হেলমেট বিতরণে জেলা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

হেলমেট বিতরণের সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান-উল-কবীর, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসান আল মামুন, সড়ক পরিবহন কর্তৃপক্ষের মোটরযান পরিদর্শক সজীব সরকার, ট্রাফিক পরিদর্শক মো. মশিউর রহমান, হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবসে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় ঝিনাইদহে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।