ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৪:৩৫ পিএম
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার। ছবি- রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল এলাকায় সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখল ও হয়রানির অভিযোগ উঠেছে পতিত আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আনোয়ার হাওলাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। নির্যাতনের ভয়ে পরিবারটির কয়েক সদস্য ইতোমধ্যে দেশত্যাগ করেছেন বলেও অভিযোগ ভুক্তভোগীর।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আকাশ বিশ্বাস সুজিত। তিনি উপজেলার নাচনমহল ইউনিয়নের সন্তোষ বিশ্বাসের ছেলে।

সুজিত বিশ্বাস জানান, পতিত স্বৈরাচার সরকারের আমলে আনোয়ার হাওলাদার ও তার শ্বশুর আবুল কালাম ক্ষমতার দাপটে এলাকায় নানা অপকর্মে যুক্ত ছিলেন। ওই সময় তার প্রভাবের কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা লাগাতার হয়রানির শিকার হন। শেষ পর্যন্ত ভয়ভীতির কারণে তার বাবা ও দুই বোন দেশত্যাগে বাধ্য হয়ে ভারতে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের একটি ভুয়া নোটারি কাগজ দেখিয়ে তারা আমাদের জমি দখলের চেষ্টা করেছেন। আমি থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এরপর থেকে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন। আমার স্ত্রী-সন্তান নিয়ে আমরা এখন ভয় আর আতঙ্কের মধ্যে আছি।’

সুজিতের স্ত্রী সীমা রানী বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা হিন্দু সম্প্রদায়ের লোক বলে আওয়ামী লীগের সময়েও নির্যাতন সহ্য করেছি। এখন তারা পালিয়ে গেলেও তাদের দলের কিছু নেতা আমাদের হুমকি দিয়ে বলে, তোমার স্বামীকে মেরে লুকিয়ে রাখব। আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই; না পেলে আমাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে।’

সুজিতের ছেলে জানান, স্কুলে যাওয়ার পথে তাকেও ভয় দেখানো হয়—বলা হয়, ‘তোদের দেশ ছাড়া করব।’

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আনোয়ার হাওলাদার দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থেকে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে পূর্বেও জমি দখল ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছিল।

ভুক্তভোগী পরিবার বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ ও সরকারি প্রশাসনের কাছে নিরাপত্তা এবং দখলকৃত জমি ফেরতের দাবি জানিয়েছে।

এ বিষয়ে মো. আনোয়ার হাওলাদার বলেন, ‘ওরকম অভিযোগ দিবে, সাংবাদিকরা লিখতে লিখতে একসময় থেমে যাবে। ওতে আমার কিছু যায়-আসে না। সুজিতও আওয়ামী লীগ করছে, আমিও আওয়ামী লীগ করছি। এখন যদি সে আমার নামে অভিযোগ করে, করতে থাকুক।’

এ বিষয়ে নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘জমিজমা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। দ্রুতই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’