ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সোহানের ক্যাচ মিস নিয়ে যা বলল মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৩:৫৭ পিএম
মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যেন জয়টা নিজেদের হাত ফসকে যেতে দিলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

৫০তম ওভারের শেষ বলে খ্যারি পিয়েরের সহজ ক্যাচ ফেলে দেওয়ায় নির্ধারিত ওভারের খেলা টাই হয়, এরপর সুপার ওভারে ১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

এই ক্যাচ মিসকেই দলের পরাজয়ের প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৩ রান। সাইফ হাসানের করা বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন খ্যারি পিয়েরে। দৌঁড়ে বলের কাছে পৌঁছে গ্লাভসে নিয়েও তা জমাতে পারেননি সোহান, বল ফসকে মাটিতে পড়ে যায়। 

ততক্ষণে দৌড়ে ২ রান নিয়ে ম্যাচ টাই করেন পিয়েরে ও শাই হোপ। বাংলাদেশের করা ২১৩ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। মোস্তাফিজুর রহমানের করা ওভার থেকে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১০ রান। জয়ের জন্য ১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আকিল হোসেনের করা ওভারে ৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। 

ওয়াইড, নো মিলিয়ে আকিল ৯ বল করলেও সৌম্য সরকার ও সাইফ হাসানরা একটি বাউন্ডারিও আদায় করতে পারেননি।

ম্যাচ শেষে অধিনায়ক মিরাজের কণ্ঠে ছিল আক্ষেপ। তিনি বলেন, সুপার ওভারে জেতার জন্য আমাদের ১১ রান দরকার ছিল। একটি বাউন্ডারি আদায় করতে পারলেই পরিস্থিতি বদলে যেত। 

যদি আমরা সেই ক্যাচটি (খ্যারি পিয়েরের ক্যাচ) নিতে পারতাম, তাহলে আমরা ম্যাচ জিততাম। আমরা পরবর্তী ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।