মুন্সীগঞ্জ শহরের মালিনপুর এলাকায় একটি বহুতল ভবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় শফিকুল মীর ও তার দুই ছেলে—আব্দুল হালিম মীর এবং সোহেল মীরকে আটক করা হয়েছে। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. ফিরোজ কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, ‘গোপন সূত্রে খবর পেয়ে আমরা মালিনপুর এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালাই। এ সময় ভবনটির তৃতীয় তলা থেকে ১০০ রাউন্ড গুলি, একটি চাইনিজ রাইফেল, চাইনিজ কুড়াল, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, আফ্রিকান মুদ্রা, তিন লাখ টাকার বেশি নগদ অর্থ এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরাঞ্চলে সংঘর্ষে ব্যবহারের জন্য এখান থেকেই এসব অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হতো। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।