ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১০:৩৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। ছবি- সংগৃহীত

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা এবং দেশজুড়ে চাঁদাবাজি, দখলদারি ও সহিংসতার বিরুদ্ধে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় এই মিছিলটি রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শহীদ মিনারে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘চাঁদাবাজদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘যেই হাত মানুষ মারে, সেই হাত ভেঙে দাও’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

বৈছাআ’র সভাপতি রিফাত রশিদ বলেন, জুলাইয়ের ছাত্রজনতা এখনো ঘরে ফেরেনি। হাসিনার শাসনে মিডিয়াগুলো কব্জায় ছিল, এখন তারা আরেক রাজনৈতিক দলের কোলে আশ্রয় নিয়েছে। মিডিয়ার মালিকানা পরিবর্তন হলেও জনগণের দুঃসহ বাস্তবতা পাল্টায়নি।

তিনি আরও বলেন, ‘মিটফোর্ডের হত্যাকাণ্ড বিচ্ছিন্ন নয়। এটি রাজনৈতিক সংস্কৃতির পশ্চাৎগামী ধারারই অংশ, যেখানে ছাত্র রাজনীতিকে চাঁদাবাজি ও সহিংসতার পৃষ্ঠপোষক বানানো হয়েছে। বিএনপিকেও স্পষ্ট বার্তা দিতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে যারা সন্ত্রাসে মদদ দেবে, তাদেরও প্রতিরোধ করা হবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, মানুষ দখলদার ও নিপীড়কদের বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারে। মুখোশধারী চাঁদাবাজ ও নিপীড়কদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্রসমাজই প্রতিরোধ গড়ে তুলবে।