ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সাকিবকে জাতীয় দলে ফেরানো নিয়ে বিসিবির সবুজ সংকেত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৭:১৮ পিএম
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) সাম্প্রতিক পারফরম্যান্সের পর আবারও আলোচনায় এসেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশেষ করে, জিএসএলে তার অলরাউন্ড পারফরম্যান্স তাকে জাতীয় দলে ফেরানোর গুঞ্জনকে আরও জোরালো করেছে।

এবার সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু।

আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে।

জিএসএলে নিজের অভিষেক ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে মাত্র ৩৭ বলে ৫৮ রানের এক ঝলমলে ইনিংস খেলেন সাকিব। এরপর বোলিংয়েও তিনি মাত্র ১৩ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন।

যদিও টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ব্যাটে-বলে তেমন উজ্জ্বল ছিলেন না, যেখানে তিনি ব্যাট হাতে ৭ রান করেন এবং ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

তবে ৩৮ বছর বয়সি সাকিবকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

তিনি বলেন, আগে কীভাবে চলেছে জানি না, কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে, সেটা দেখা হবে, তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।

প্রসঙ্গত, সাকিব আল হাসান সর্বশেষ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং দেশে ফেরেননি।

সাকিবের বিরুদ্ধে দেশে হত্যা মামলা এবং আর্থিক কেলেঙ্কারির বেশ কিছু অভিযোগ রয়েছে। অভ্যুত্থান চলাকালে তার নীরব ভূমিকা ব্যাপক সমালোচিত হওয়ার পর জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ফেসবুকে একটি খোলা চিঠির মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন।