ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

যেকোনো সময় যুদ্ধবিরতি: জেলেনস্কি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ১০:২৪ এএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যেকোনো সময় যুদ্ধবিরতি হতে পারে। তবে এই যুদ্ধবিরতির জন্য রাশিয়ার ওপর আরও চাপ দিতে হবে।

রোববার (৪ মে) চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেতর পাভেলের সঙ্গেও তার বৈঠক হয়।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শুধু তখনই যুদ্ধ থামাবেন, যখন তার ওপর যথেষ্ট চাপ থাকবে।’ 

তিনি জানান, যুক্তরাষ্ট্র যে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তা রাশিয়া ৫৪ দিন ধরে উপেক্ষা করছে।

তিনি আরও বলেন, ‘আমরা চাই অন্তত ৩০ দিনের একটি যুদ্ধবিরতি হোক। এতে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি হবে। এই যুদ্ধবিরতি আজ থেকেই শুরু হতে পারে।’

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে ৮ থেকে ১০ মে পর্যন্ত তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। কারণ এই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত জয়ের ৮০ বছর পূর্তি হচ্ছে।

কিন্তু জেলেনস্কি বলেন, মাত্র তিন দিনের যুদ্ধবিরতি যথেষ্ট নয়। এটি কোনো সমাধান নয়। 

তিনি বলেন, ‘এমন সময় প্যারেড বা ট্যাংক দেখানোর চেয়ে বরং কীভাবে যুদ্ধ শেষ করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ।’

জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধের জন্য তিনটি বিষয় দরকার- 

# রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা
# ইউক্রেনকে নিয়মিত সাহায্য
# ইউরোপজুড়ে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো