পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ভারত সরকার।
ভারতে এই দুইজন নেতার প্রোফাইলে ঢুকতে গেলে লেখা দেখা যাচ্ছে- ‘আইন অনুযায়ী এই অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।’
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি বড় হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এই ঘটনার পর ভারত কয়েকজন পাকিস্তানি নাগরিক ও প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
এ তালিকায় আছেন সাংবাদিক, কনটেন্ট নির্মাতা, খেলোয়াড়, অভিনেতা এবং সরকারি দপ্তরও। এক্স, ইউটিউব ও ইনস্টাগ্রাম- সব প্ল্যাটফর্মেই এসব অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে।
পিপিপি দল এই ঘটনার নিন্দা করেছে। তারা বলেছে, পেহেলগাম হামলা নিয়ে বিলাওয়াল ভুট্টো আন্তর্জাতিকভাবে সাহসী কথা বলেছিলেন। সেই জন্যেই ভারত তার অ্যাকাউন্ট বন্ধ করেছে।
এক বিবৃতিতে দলটি বলে, ‘নরেন্দ্র মোদি বিলাওয়ালের কথা শুনে ভয় পেয়েছেন। এটা প্রমাণ করে ভারত আসলে গণতান্ত্রিক না। একজন দুর্বল নেতা দেশ চালাচ্ছেন।’
বিলাওয়াল বলেছেন, তিনি যুদ্ধ চান না, শান্তি চান। কিন্তু মোদির যুদ্ধপ্রীতির বিরুদ্ধে তিনি চুপ থাকবেন না। তিনি আরও বলেন, তিনিই প্রথম মোদিকে আন্তর্জাতিকভাবে ‘গুজরাটের কসাই’ নামে পরিচিত করান।
প্রসঙ্গত, ভারতে এখন এসব অ্যাকাউন্ট বন্ধ হলেও পাকিস্তানে এক্স ফেব্রুয়ারি ২০২৪ থেকেই নিষিদ্ধ আছে। তবে অনেক পাকিস্তানি নাগরিক ভিপিএন ব্যবহার করে এক্স চালিয়ে যাচ্ছেন।