ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

রামপুরায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৩:৪৬ পিএম
প্রতীকি ছবি

ঢাকার রামপুরার আফতাবনগর মোড়ে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। 

সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

তামজিদ নওশাদ (সাদিয়ার ছোট ভাই) গণমাধ্যমকে জানান, তাদের বাসা সবুজবাগে। তারা আফতাবনগর পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। তবে পথিমধ্যে রামপুরা হয়ে কালাচাঁদপুরে মেজ বোনের বাসায় যাওয়ার জন্য ব্যাটারিচালিত রিকশায় ওঠেন।

আফতাবনগর মোড়ে তার বোনের গলার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। গলায় ফাঁস লাগার কারণে অজ্ঞান হয়ে যান সাদিয়া। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ফাঁড়ি পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, সাদিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।