রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পারভেজ (২৮), রাকিব (১৯), সবুজ খান (২০), সালাউদ্দিন (২০), পারভেজ (৪২), সজিব (২৩), নয়ন (২০) ও আশিক (২৬), রাসেল (৩৫), মো. হাবিবুর রহমান (২৬), মো. হাবিব (২১), মো. তারেক (৩৩) ও মো. সোলায়মান (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) মোহাম্মদপুর ও নিউমার্কেট এলাকায় দিনব্যাপী বিশেষ চালিয়ে বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।
এতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


