রাজধানীর উত্তর মুগদা ওয়েসিস স্কুল গলি এলাকার একটি বাসায় বাবুল মিয়া (৬৭) নামে বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। শনিবার (১ নভেম্বর) ভোরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সাফায়াত মুকুল নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা দিবাগত রাতে খবর পেয়ে উত্তর মুগদা ওয়েসিস স্কুলের গলি দেলোয়ার হোসেনের বাড়ির দ্বিতীয় তলার বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
তিনি আরো জানান, আমরা পরিবারে কাছে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে মানসিক বিষন্নতায় ভুগছিল। পরে নিজরুমে সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।নিজ বাসা ৩০ উত্তর মুগদাপাড়া এশিয়া আইডিয়াল স্কুল এলাকার মৃত হিরু মিয়ার ছেলে।বর্তমানে ৬৭ উত্তর মুগদা ওয়েসিস স্কুলের গলি দেলোয়ারের বাসায় দ্বিতীয় তলায় থাকতো।

