গাজা অঞ্চলে ইসরায়েল আবারও আক্রমণ চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় এ হামলায় কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ১২৫।
এখন পর্যন্ত, এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৫২ হাজার ৫৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৯১ জন।
গত ১৮ মার্চ থেকে ইসরায়েল আবার গাজায় আক্রমণ শুরু করে। তখন থেকে এখন পর্যন্ত আরও ২ হাজার ৪৩৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ৬ হাজার ৪৫০ জন।
অনেক মানুষ ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের নিচে আটকে আছেন। উদ্ধারকারী দল এখনো অনেকের কাছে পৌঁছাতে পারেনি।
গাজায় একসময় যুদ্ধবিরতি হয়েছিল। জানুয়ারি মাসে ইসরায়েল যুদ্ধ বন্ধে রাজি হয়েছিল। দুই মাস শান্তি ছিল। কিন্তু মার্চ মাসে আবার হামলা শুরু করে ইসরায়েল। হামাসের সঙ্গে মতবিরোধের কারণে ইসরায়েল এ আক্রমণ চালায়।
জাতিসংঘ জানিয়েছে, গাজার ৮৫ শতাংশ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি- সব কিছু ধ্বংস হয়ে গেছে।
গত বছর আন্তর্জাতিক আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছিল।
ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।