ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মায়াঙ্ক যাদবের প্রত্যাবর্তনটা সুখকর হলো না। চোটের কারণে আইপিএল ২০২৫-এর প্রথমার্ধে মাঠের বাইরে থাকার পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিরেছিলেন ঠিকই, কিন্তু সেই চেনা ঝাঁঝ তার বোলিংয়ে দেখা যাচ্ছে না।
ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে এর চরম প্রমাণ মিলল। এদিন মায়াঙ্ক যাদব ৪ ওভারে দিলেন ৬০ রান, প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করলেন তিনি।
তার শেষ ওভারে তো রীতিমতো ঝড় তুললেন শশাঙ্ক সিং। ১৭তম ওভারের চতুর্থ বলে মায়াঙ্কের শর্ট ডেলিভারি সোজা গিয়ে আছড়ে পড়ল ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ওপরের গ্যালারিতে। ৯২ মিটারের বিশাল ছক্কা হাঁকালেন শশাঙ্ক, যা শুধু মায়াঙ্কের বোলিংয়ের আত্মবিশ্বাসেই নয়, সম্ভবত তার অহংকারেও বড়সড় আঘাত হানল। পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টাকেও এই মনোমুগ্ধকর শটের পর উচ্ছ্বসিত দেখা যায়।
তবে শুধু শশাঙ্ক সিং-ই নন, এদিন লখনউ সুপার জায়ান্টসের বোলারদের ওপর তাণ্ডব চালান প্রভসিমরন সিংও। মাত্র ৪৮ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এছাড়াও জশ ইংলিস (৩০) এবং শ্রেয়স আইয়ার (৪৫)-এর ক্যামিও ইনিংস পাঞ্জাবের রানকে দ্রুত গতি দেয়।
শেষদিকে শশাঙ্ক সিং এবং মার্কাস স্টোইনিসের ঝড়ো ব্যাটিং পাঞ্জাব কিংসকে পৌঁছে দেয় পাহাড় প্রমাণ ২৩৮ রানের স্কোরে।