ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৪তম ম্যাচে ধর্মশালায় টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেল কিংস এলিভেন পাঞ্জাব। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার প্রিয়াংশ আর্যকে হারিয়ে চাপে পড়ে প্রীতী জিনতার দল। মাত্র ২ রানে প্রথম উইকেট হারানোর পর মনে হচ্ছিল পাঞ্জাবের শুরুটা বেশ নড়বড়ে হবে।
তবে ধাক্কা সামলে পাল্টা আক্রমণে নামে পাঞ্জাবের আরেক ওপেনার প্রভসিমরন সিং এবং ওয়ান ডাউনে আসা অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিশ। এই জুটি পাওয়ারপ্লের সুযোগ দারুণভাবে কাজে লাগান।
তাদের আগ্রাসী ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ দলের বোলাররা। মাত্র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তুলে নেন ৬৬ রান।
অজি তারকা ইংলিশ অবশ্য ইনিংস দীর্ঘ করতে পারেননি। তবে তার আক্রমণাত্মক ব্যাটিং দলের রান তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আউট হওয়ার পর ক্রিজে আসেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রভসিমরন সিংয়ের সঙ্গে জুটি বেঁধে তিনিও রানের চাকা সচল রাখেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ১১ ওভার শেষে পাঞ্জাব কিংস ২ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছে। ওপেনার প্রভসিমরন সিং ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন।
প্রভসিমরন সিং ৫০ রান করে অপরাজিত রয়েছেন। অন্যদিকে, অধিনায়ক শ্রেয়স আইয়ারও ২৬ রান করে খেলছেন।