ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

নারায়ণগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা  

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৮:০০ পিএম
আহত সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয়। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয় ও হাবিব খন্দকার। 

এ সময় হামলাকারী সালাউদ্দিনকে আটক করে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন তাদের সহকর্মীরা।

রোববার ( ৪ মে) বিকেল তিনটার দিকে মাসদাইর শশ্মান এলাকায় এ ঘটনা ঘটে।

মিলন বিশ্বাস হৃদয় ও হাবিব খন্দকার স্থানীয় দৈনিক উজ্জীবিত বাংলাদেশের সাংবাদিক।

মিলন বিশ্বাস হৃদয় বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর শশ্মানের সামনে মহান মুক্তিযুদ্ধের ‘প্রতিরোধ স্তম্ভ’ রয়েছে। এ প্রতিরোধ স্তম্ভকে ঘিরে দীর্ঘদিন একটি চক্র ইট, বালু, পাথরের ব্যবসা করে আসছে।

‘প্রতিরোধ স্তম্ভ দখল করে কারা ব্যবসা করছে- এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে আমাদের ফটো সাংবাদিক হাবিব খন্দকারকে সঙ্গে নিয়ে যাই।’

‘প্রতিরোধ স্তম্ভের সামনের ছবি তুলে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় সালাউদ্দিন, জাকির হোসেনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন এসে আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমরা নিজেদের পরিচয় দেওয়ার পরও তারা হামলা বন্ধ করেনি। উল্টো আমাদের মোবাইল ফোন, ক্যামেরা নিয়ে ভেঙে দোকানে আটকে রাখে।’

তিনি আরও বলেন, আমাদের সহকর্মীরা খবর পেয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, অফিসের এসাইনমেন্ট কভার করতে যাওয়ার পর আমার দুই সহকর্মীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। যার নেতৃত্বে হামলা করেছে, সেই সালাউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলা রয়েছে। দুই দিন আগে সেই মামলায় সে জামিনে বের হয়েছে।  

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারী সালাউদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।