মাত্র এক ঘণ্টার ব্যবধানে পরাশক্তি ইরানের দুটি কারখানায় ‘রহস্যময়’ বিস্ফোরণ ঘটেছে। রোববার (৪ মে) দেশটির কোম শহরে পেট্রোকেমিক্যাল কাঁচামাল কারখানায় বিস্ফোরণ ঘটে।
কিছুক্ষণ পর উত্তর মাশহাদ শহরে একটি মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়।
বিস্ফোরণের পর বিরাট কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে।
সম্প্রতি ইরানজুড়ে শিল্প স্থাপনাগুলোতে সন্দেহজনক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ধারাবাহিক ঘটনা ঘটছে। বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কাঁপল ইরান।
দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোমে পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। এর এক ঘণ্টার ব্যবধানে উত্তর মাশহাদ শহরের একটি মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে বিস্ফোরণ ঘটে।
বিরোধীদল পরিচালিত চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের কেন্দ্রীয় শহর কোমের একটি শিল্প অঞ্চলে পেট্রোকেমিক্যাল কাঁচামাল কারখানায় বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। সেই ঘটনার কারণও এখনো স্পষ্ট নয়।
উত্তরে মাশহাদে মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে শক্তিশালী বিস্ফোরণে একটি গুদামে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও বিস্ফোরণের কারণ নির্ণয় করা যায়নি। তবে এ ঘটনায় কর্তৃপক্ষ এখনো কোনো হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের স্থান থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।
শনিবার সংবাদমাধ্যমটি ইরানের রাজধানী তেহরানের কাছে কারাজে একটি কার্ডবোর্ড কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছিল।
সাম্প্রতিক সময়ে এসব ঘটনায় দেশটির শিল্প নিরাপত্তা ও সম্ভাব্য নাশকতা নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে নাগরিকদের মধ্যে।
দখলদার ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মাশহাদ ছাড়াও ইরানের কোম শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিডিও-ছবি পাওয়া যাচ্ছে বলে জানায় তারা।
এর আগের দিন একটি ইসরায়েলি ওয়েবসাইটে জানানো হয়, ইরানি শহর কারাজের একটি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গত ২৬ এপ্রিল দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭০ জন নিহত হন। এছাড়া আহত হয়েছেন সাত শতাধিক মানুষ।