চেক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট পেত্র পাভেলের সঙ্গে সাক্ষাৎ করবেন।
চেক প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
রাশিয়াকে যুদ্ধবিরতি দিতে চাপ সৃষ্টির জন্য মিত্র রাষ্ট্র চেক প্রজাতন্ত্রকে অংশীদারত্বের প্রস্তাব দিতে পারেন তিনি।
স্থানীয় সময় রোববার (৪ মে) চেক প্রজাতন্ত্র সফর করবেন জেলেনস্কি।
২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেনকে শক্তিভাবে সমর্থন দিয়ে আসছে চেক সরকার। এমনকি ইউক্রেনে বৃহৎ-ক্যালিবার গোলাবারুদ সরবরাহের উদ্যোগ নিয়েছে দেশটি।
ন্যাটো মিত্রদের অর্থায়নে প্রায় ১০ লাখেরও বেশি গোলা কিয়েভকে সরবরাহ করেছে।
জেলেনস্কি সর্বশেষ ২০২৩ সালের জুলাই মাসে প্রাগ সফর করেছিলেন।
শনিবার এক্স হ্যান্ডেলে জেলেনস্কি জানান, তিনি আসন্ন বৈদেশিক নীতি সংক্রান্ত বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ তিনি রাশিয়াকে যুদ্ধবিরতিতে ঠেলে দেওয়ার জন্য অংশীদার খুঁজছেন।
তিনি আরও বলেন, ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধ শেষ করার জন্য কিয়েভ ও মস্কোর মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতি সঠিক পদক্ষেপ ছিল বলে তারা একমত হন।