ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

পাকিস্তানে হামলার ছক কষছেন মোদি!

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৬:৩৬ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত (এপি) সিং।

কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে এ বৈঠক বলে দাবি করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

সূত্রের বরাতে সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে পাল্টা হামলার ছক কষা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বৈঠকের ২৪ ঘণ্টা না পেরোতেই রোববার (৪ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হলো।

গত সপ্তাহে তার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

পেহেলগাম হামলার পর তিন সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষা প্রধানের সঙ্গে বৈঠকে এ হামলার প্রতিশোধের পদ্ধতি থেকে দিনক্ষণ- সবকিছুই নির্ধারণ করার ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন নরেন্দ্র মোদি।

গত ৩০ এপ্রিল সশস্ত্রবাহিনীকে এই ‘সুপ্রিম পাওয়ার’ দেন তিনি। এরপর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে সহিংস প্রতিশোধের পরিকল্পনা চলছে।

এর মধ্যে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিন সশস্ত্রবাহিনীর প্রধানদের সাক্ষাৎ সেই আলোচনা আরও জোরালো রূপ দিল। গুঞ্জন রটেছে, সত্যিই কি পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালাবে ভারত? তিন বাহিনীর প্রধানদের সেই নির্দেশনাই দিয়েছেন মোদি? বাড়ছে জল্পনা।

এনডিটিভি এক প্রতিবেদনে ধারণা পোষণ করে বলা হয়েছে, পেহেলগামে হামলার প্রতিক্রিয়া নির্ধারণই এ সাক্ষাতের লক্ষ্য। আগেই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিয়েছে ভারত।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একদল পর্যটকের ওপর গুলিবর্ষণ করে বন্দুকধারীরা। এতে নিহত হন ২৬ জন। তাদের মধ্যে দু’জন বিদেশি নাগরিক।

এ ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কোনোরকম তদন্ত ছাড়াই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে পাকিস্তানকে দায় দিয়ে বসে ভারত।

যদিও হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার দায় অস্বীকার করে আসছে পাকিস্তান।