ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

বাড়ি থেকে বের হওয়ার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৪:৫২ পিএম
বাড়ি। ছবি: সংগৃহীত

দোয়া মুমিনের হাতিয়ার। তাই সবাইকে নিরাপদ ও সুরক্ষিত থাকতে আল্লাহর কাছে দোয়া করতে হয়। কখনো বাড়ি থেকে বের হতে চাইলে কিংবা দূরে বা কাছে কোথাও গেলে দোয়া পড়ে বের হওয়া উত্তম। বাড়ি থেকে বের হতেও নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন।

আল্লাহর রাসুল (সা.) বাড়ি থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে নির্দেশ ও পরামর্শ দিয়েছেন। এই দোয়া পড়লে বাইরে অবস্থানের সারাটা সময় আল্লাহর জিম্মাদারিতে থাকা যায়। সব ধরনের বিপদ-আপদ ও অসুবিধা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন।

আরবি:

بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ

উচ্চারণ:

বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

বাংলা অর্থ:

আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই।

ফজিলত:

রাসূল বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হবে সকল বিপদ থেকে সে নিরাপদে থাকবে ও ইবলিশ শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। (তিরমিজী শরীফ, খণ্ড-২ পৃষ্ঠা-১৮০)