ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

মাশাআল্লাহ অর্থ কি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৮:০০ পিএম
প্রাকৃতিক দৃশ্য। ছবি: সংগৃহীত

আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বাক্য- ‘মাশাআল্লাহ’। এর অর্থ হচ্ছে, মহান আল্লাহ যেমনটি চেয়েছেন। কোনো ভালো জিনিস, পার্থিব লাভ, ধন-সম্পত্তি অর্জন ও উন্নতির পর এটা বলা হয়। এ জন্য যখন কেউ অন্যের ভালো কোনো বিষয় ও উন্নতি দেখবে তখন তার মাশাআল্লাহ বলা উচিত।

রাসুলুল্লাহ (সা.) ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলার কথা বলেছেন। ভালো কিছু পেলে এর বিনিময়ে মাশাআল্লাহ বলার বিষয়টি আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে শিক্ষা দিয়েছেন।

পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, “তুমি যখন নিজ বাগানে প্রবেশ করেছিলে, তখন তুমি কেন বললে না, ‘মাশাআল্লাহ লাকুউওয়াতা ইল্লা বিল্লাহ’ (আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর তৌফিক ছাড়া কারও কোনো ক্ষমতা নেই)।” (সুরা কাহফ, আয়াত: ৩৯) 

যেসব সময় মাশাআল্লাহ বলা যায়-

এক. কারো সফলতা দেখে ‘মাশাআল্লাহ’ বলা যায়।

দুই. কেউ ভালো কিছু করতে দেখলে ‘মাশাআল্লাহ’ বলা যায়।

তিন. কোনো সুন্দর জিনিস দেখে ‘মাশাআল্লাহ’ বলা যায়।

‘মাশাআল্লাহ’ কেন বলবেন?

বদ নজর লাগা সত্য। এর মাধ্যমে ক্ষতি হয়। তবে যে জিনিস দেখে ‘মাশাআল্লাহ’ বলা হয়; তাতে কোনো বদ নজর লাগে না। এটি বলা হলে শয়তানের প্রভাব চলে যায়। শয়তান এতে আর কোনো ক্ষতি করতে পারে না।

‘মাশাআল্লাহ’-এর উত্তরে কী বলবেন?

কেউ ‘মাশাআল্লাহ’ বললে এর উত্তরে মহান আল্লাহর প্রশংসা করে ‘আলহামদুলিল্লাহ’ বা ‘সুবহানাল্লাহ’ বলা উচিত। এতে উভয়ের প্রশংসা মহান আল্লাহর কাছে বরকতময় হয় এবং যাবতীয় ক্ষতি থেকে মুক্তি পাওয়া যায়।