ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

বন্ধ হচ্ছে স্কাইপ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৯:০৫ পিএম
স্কাইপের লোগো

টানা দুই দশকের জনপ্রিয়তার ইতি টানতে যাচ্ছে ভিডিও কলিং অ্যাপ স্কাইপ। কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক প্রতিষ্ঠান মাইক্রোসফট।

আগামীকাল ৫ মে থেকে এটি আর ব্যবহার করা যাবে না।

২০০৩ সালে যাত্রা শুরু করা স্কাইপ একসময় ভিডিও কলিংয়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও অন্যান্য প্ল্যাটফর্মের কাছে জনপ্রিয়তা হারিয়েছে অ্যাপটি।

মাইক্রোসফট তাদের এক অফিসিয়াল ব্লগ পোস্টে জানিয়েছে, ‘আমাদের যোগাযোগ সেবা আরও আধুনিক ও একত্রিত করার লক্ষ্যে ২০২৫ সালের মে মাসে স্কাইপ বন্ধ করে দেওয়া হবে। আমরা মাইক্রোসফট টিমস-এ বেশি গুরুত্ব দেব।’

মাইক্রোসফট জানিয়েছে, যেসব ব্যবহারকারী এখনো স্কাইপ ব্যবহার করছেন, তাদের মাইক্রোসফট টিমস-এ  স্থানান্তর করা হবে। তাদের সংরক্ষিত ডাটাও টিমস-এ ট্রান্সফার করে দেওয়া হবে।

২০১১ সালে মাইক্রোসফট স্কাইপ অধিগ্রহণ করেছিল। তখন প্রতিদিন ৩ কোটি ৬০ লাখ মানুষ এই অ্যাপ ব্যবহার করতেন। বিভিন্ন সময় স্কাইপে নতুন ডিজাইন ও ফিচার আনলেও সাম্প্রতিক বছরগুলোতে ব্যবহারকারীর সংখ্যা কমতে থাকে।

মাইক্রোসফট এরই মধ্যেই অ্যাপটি বন্ধ করার জন্য সময়সীমা দিয়েছিল, সেই সময়সীমা শেষ হচ্ছে ৫ মে। ফলে কাল থেকে স্কাইপ আর ব্যবহার করা যাবে না।

একসময়ের আইকনিক প্ল্যাটফর্ম স্কাইপ এবার প্রযুক্তির ইতিহাসে যুক্ত হচ্ছে সেসব নামের পাশে, যেগুলোর জনপ্রিয়তা একসময় ছিল শীর্ষে, আর এখন শুধুই স্মৃতি।