সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করছে মাইক্রোসফট
মার্চ ২৬, ২০২৫, ১২:৩৯ পিএম
মাইক্রোসফট তাদের সিকিউরিটি কোপাইলট (Security Copilot) টুলের উন্নতি ঘটিয়ে নতুন এআই (AI) এজেন্ট যুক্ত করেছে, যা নিরাপত্তা দলগুলোকে আরও স্বয়ংক্রিয় সহায়তা প্রদান করবে। একই সঙ্গে, মাইক্রোসফট টিমের জন্য উন্নত ফিশিং সুরক্ষা যুক্ত করা হয়েছে। এক বছর আগে সিকিউরিটি কোপাইলট (Security Copilot) চালু করার পর, এবার মাইক্রোসফট ছয়টি নতুন এআই এজেন্ট...