টেক জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, চীনের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা তাদের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের কিছু দুর্বলতা ব্যবহার করে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে সাইবার হামলা চালিয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) এক ব্লগ পোস্টে কোম্পানিটি জানায়, ক্লাউড নয়, গ্রাহকদের নিজস্ব সার্ভারে ইনস্টল করা শেয়ারপয়েন্ট সফটওয়্যারে এই ত্রুটিগুলো দেখা গেছে। মাইক্রোসফট দাবি করেছে, অন্তত দুইটি চীনা রাষ্ট্র-সমর্থিত গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই দুর্বলতাগুলোর কারণে বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অনুপ্রবেশ ঘটেছে এবং সংবেদনশীল তথ্য চুরি হয়েছে।
মাইক্রোসফট ইতোমধ্যে একটি নিরাপত্তা প্যাচ প্রকাশ করেছে এবং গ্রাহকদের অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।
মার্কিন এই কোম্পাটি আরও জানায়, তাদের শনাক্ত করা দুটি পরিচিত সাইবার হুমকি গোষ্ঠী লিনেন টাইফুন ও ভায়োলেট টাইফুন ২০১০ সালের মাঝামাঝি থেকে সক্রিয় রয়েছে। এরা অতীতে বৌদ্ধিক সম্পত্তি চুরি ও গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত ছিল।
একটি তৃতীয় হুমকি গোষ্ঠীও চীন থেকে পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, তবে তাদের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে মাইক্রোসফট।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন