বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ১৬০ জন। হতাহতের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে আছড়ে পড়ে। এই ঘটনায় যখন গোটা দেশ শোকে স্তব্ধ, ঠিক তখনই বাংলাদেশের অভ্যন্তরে বোমা হামলার হুমকি পাওয়া গেল! বাংলাদেশের শত্রুরা এ জন্য পরিকল্পনা করছে জানিয়ে সতর্ক করেছে হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস।
আগের দিনই তারা জানিয়েছিল, ‘একটি স্কুল ভবন ধ্বংস হবে, অনেক শিশুকে নিঃস্ব করে দেবে। আমরা দেখছি খুব দ্রুত একটি ভয়াবহ বিপর্যয় আসছে।’ বিমান দুর্ঘটনার পর ওই বার্তাটি তুলে ধরে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ সময় রাত আটটায় নিজেদের ভেরিফায়েড মেইন পেজে এক পোস্টে আগাম বোমা হামলার সতর্কবার্তা জানাল হ্যাকার গ্রুপটি।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। অনেকেই তথ্যটি শেয়ার করে নানা মন্তব্য করছেন। কেউ কেউ এ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। কেউ কেউ তথ্যটি ভুয়া বলে উড়িয়েও দিচ্ছেন। আবার অনেকে বলছে, এটি মূলত পতিত আওয়ামী লীগের একটি প্রোপাগান্ডা।
ওই পোস্টে অ্যানোনিমাস জানায়, ‘আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটি বোমা বিস্ফোরিত হবে। আমরা নিশ্চিত যে, উল্লেখিত দেশের শত্রুরা বর্তমানে ষড়যন্ত্র করছে। হোটেল ও হাসপাতালগুলোই এই হামলার প্রধান লক্ষ্যবস্তু!’
কিছুক্ষণ পরই তাদের আরেকটি ব্যাকআপ পেজে হ্যাকার গ্রুপটি বলে, ‘যখন আমরা বিমান দুর্ঘটনার কথা বলেছিলাম অনেকেই ভেবেছিলেন আমরা মজা করছি, তখনই ঘটনাটি ঘটে গেল! আমরা এখন বোমা হামলার কথা বলেছি, আপনাদের সকলকে সাবধান থাকতে হবে। আমরা অ্যানোনিমাস!’
 
আরেক পোস্টে তারা জানায়, ‘সামরিক ও অগ্নিনির্বাপক কর্মকর্তাদের মতে, আজ সকালে উত্তর ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, যার ফলে অজ্ঞাত সংখ্যক মানুষ নিহত এবং আরও অনেকে আহত হন। এখন অ্যানোনিমাসের বিষয় হলো, আমরা সবসময় সময়ের আগেই এই সতর্কতা পাঠাই।’
‘এটা দুঃখজনক যে আমাদের সর্বদা অবহেলা করা হয়, এটা সম্পূর্ণ লজ্জাজনক যে আমাদের সতর্কতাগুলো গুরুত্ব সহকারে নেওয়া হয় না। ব্যাখ্যাগুলো এখন প্রত্যাশার চেয়ে দ্রুত ঘটছে, আপনার পক্ষে ব্যাখ্যাগুলি মনোযোগ সহকারে শোনা এবং এটি আপনার জন্য ক্ষতিকারক হওয়ার আগেই সমাধান খুঁজে বের করা ভালো।’
এর আগে, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আগের দিনই এক পোস্টে এ নিয়ে অ্যানোনিমাস সতর্ক করেছিল। যদিও ওই সতর্কবার্তায় সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেনি তারা। এছাড়া ভবনে বিমান আছড়ে পড়ার বিষয়েও স্পষ্ট কোনো তথ্য দেয়নি।
 
হ্যাকার গ্রুপটি জানিয়েছিল, ‘একটি স্কুল ভবন ধ্বংস হবে, অনেক শিশুকে নিঃস্ব করে দেবে। আমরা দেখছি খুব দ্রুত একটি ভয়াবহ বিপর্যয় আসছে, এটি ভবনের রক্ষণাবেক্ষণের দুর্বলতার ফলে হবে। আমরা এই ভয়াবহ বিপর্যয় এড়াতে আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এই হলেন স্থপতি!’
এ বিষয়ে জানতে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) এডিশনাল ডিআইজির (সাইবার ক্রাইম অ্যান্ড কমান্ড সেন্টার) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি ক্ষুদেবার্তা পাঠিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সিআইডির সিনিয়র সুপারেন্টেট পুলিশের (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন) সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
তবে একটি অসমর্থিত সূত্র জানায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনার পর অ্যানোনিমাস নামের ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়া পোস্টগুলোর কোনো ভিত্তি নেই। আদতে এই পোস্টগুলো পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র। তারা দেশকে অস্থিতিশীল করে তোলার পাঁয়তারা চালাচ্ছে।
সচেতন মহল বলছে, এই ধরনের বিষয়ে দেশের ইথিক্যাল হ্যাকারদের সতর্ক থাকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা, একইসঙ্গে পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে বিশেষ নজরদারি করা, পাশাপাশি এসব বিষয়ে সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করতে না পারে সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা দরকার।
সাইবার নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ আল জাবির সতর্ক করে বলেছেন, ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের পেজটি একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ। এর মূল লক্ষ্যই হলো গুজব ছড়ানো। এ নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না।

 
                             
                                    -20250721212328.webp)


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন