রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ কয়েক স্থানে আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাগুলোকে ঘিরে প্রশ্ন তোলেন-এগুলো কি নিছক দুর্ঘটনা, নাকি পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে?
মিজানুর আজহারি লিখেছেন, দেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র; প্রতিবাদ-মানববন্ধনের কিছু দিন পর সবকিছু আবার নীরব হয়ে পড়ে। মিরপুর, চট্টগ্রাম ইপিজেড এবং শাহজালাল বিমানবন্দর-অবিরাম আগুন কি ‘অর্থনৈতিক অবকাঠামো ভাঙার’ চেষ্টা নয়? তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য দ্রুত উন্মোচন করার দাবি তোলেন।
একই পোস্টে আজহারি অস্বীকার করেননি যে-অপরিকল্পিত নগরায়ণ, অপ্রতুল অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা, অবৈধ দাহ্য পদার্থের মজুত, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ ও গ্যাস লিকেজ এসবই দুর্ঘটনার গুরুতর কারণ। তবে তিনি তত্ত্বটি উড়িয়ে দেবেন না-একের পর এক সিরিয়াল অগ্নিকাণ্ড হয়ে থাকার পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র আছে কি না তাও ‘গভীরভাবে খতিয়ে দেখা’ প্রয়োজন বলে মত দেন।
পরিশেষে মিজানুর রহমান আজহারি লেখেন, আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি বাংলাদেশকে এই ধরণের দুর্যোগ থেকে রক্ষা করার দোয়াও করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন